লোকচক্ষুর আড়ালে সব অভিমানের ফুলস্টপ মুছে,  
ইচ্ছে করেই কিছু ভুল করতে চাই—  
তোমাকে আবার বিশ্বাস করতে চাই…  
ঠকবো জেনেও বোকা সাজতে চাই।  

এবার না হয় আমিই অভিনয় করলাম,  
তবুও তুমি এসো—  
আরেক বার এসে আমাকে কাঁদিয়ে যাও;  
আমি আবার পেয়ে হারানোর বেদনা  
জমিয়ে রাখতে চাই।  

তোমার হৃদয়ের ভাষার মানে বুঝেও,  
শুধু সামনাসামনি দেখার লোভে  
আমি অবুঝ হতে চাই…  
ভুলে ভুলে ছোট্ট কিছু পাপ জড়াতে চাই।  

মিথ্যে বলে ফেলবো, "তুমি আমাকে  
কখনো একলা রেখে যেতে পারো না…  
এই তো, তুমি আমাকে বড্ড ভালোবাসো!"  
তাই তো না-এসে থাকতে পারো না?  

তোমার চোখ হয়তো সব সত্য বলতে চাইবে,  
তবু আমি অন্ধ থাকবো—  
কিছুই বুঝতে চাইবো না।  
তোমার হাসি-ঠাট্টা নীরবে সহ্য করবো…  
কারণ, আমি ভুল করতে চাই—  
একটু, আধটু, স্বার্থের ভারে ডুবে যাওয়া ভুল।  

আমি লোভী, অন্ধ—  
তোমাকে দেখার স্পর্ধায় জ্বলছি প্রতিদিন…  
দুঃখ পুষতে শিখেছি, পুড়তেও অভ্যস্ত;  
তাই আর কোনো অভিযোগ নেই,
সমালোচনাও নেই—  
শুধু আছে কষ্টে বেঁচে থাকার একরাশ ধৈর্য।  

তাই, ভুল করি…  
ঠকবো জেনেও তোমাকে বিশ্বাস করি।
একটু আধটু ভুলের ছায়ায় জড়াতে গিয়ে,
দুজনই আবার ভুলে ভুলে একাকার হয়ে যাই।