একটু আগেই তো এলে!
পুব আকাশের সূর্য মিলিয়ে যায়নি এখনো-  
আর একটু সময় থাক। পরিত্যক্ত ব্রেঞ্চটাকে আপন করে  দু-দণ্ড বসো।
অযথা গল্পের ফুলঝুরিতে বিরক্ত করো আমায়,  
নীরবতাকে ছুটি দিয়ে, আগের মতোই আর একবার  
ভ্রু কুচকিয়ে হাসো।

এখনকার তুমি বড্ড সচেতন,  
আগের মতো আর সময়কে ফাঁকি দিতে চাও না।  
তীক্ষ্ণ দৃষ্টিতে প্রায়শই দেখছো আলোর গতি অর্জন করা  সেকেন্ডের কাটাটা; উদাসীন হয়ে কি যেন গুণছো মনে মনে।  
এখনো কত গল্প আছে বাকি, মিছেই করছো তুমি চলে যাবার পাঁয়তারা।

একটু আগেই তো এলে!
আকাশে তারকারাজি উঠেনি এখনো-
আর একটু সময় থাক। শান্ত দিঘির জলে  
ঢেউয়ের ফোয়ারা তোলো, একটা-দুটো পাথর ছুড়ে মারো।  
অযথাই গোছানো চুলগুলো এলোমেলোর দাবি তুলে,  
আবার নতুন করে গুছিয়ে ফেল। মলিন মুখে  
আনন্দের রঙ মাখিয়ে, আর একবার ভ্রু কুচকিয়ে হাসো।  

আজকের তোমাকে লাগছে বড় অচেনা, আগের মতো আর কোলাহল পছন্দ করো না! অবাক চোখে বারবার-
দেখছো তোমার অভাবে মরতে বসা সিঁড়িগুলোকে,  
আর হচ্ছো দিশেহারা— কি যেন ভাবছো আনমনে।  
এখনো কত উত্তর শোনা বাকি, মিছেই করছো তুমি চলে যাবার পাঁয়তারা।

একটু আগেই তো এলে!
পাখির কিচিরমিচির শব্দ কানে বাজছে এখনো,  
আর একটু সময় থাক—তোমার চুলের গন্ধে বাতাস ভারি করে তোলো,  
ছড়িয়ে দাও সৌরভ; প্রকৃতি হোক গন্ধে পাগলপারা।  
অযথাই প্রশ্নের তাপদাহে পুড়িয়ে মারো আমায়,  
আর একবার আগের মতো ভ্রু কুচকিয়ে হাসো।  

ঠিকই কল্পনাতে আসো প্রতিদিন, হলেই সন্ধ্যেবেলা—  
কীসের এত ব্যস্ততা তোমার? মিছেই করছো ছলনা..
আজ নাহয় থাকলে আর কিছুক্ষণ, ফিরলে দেরি করে। যেওনা...সাথীহারা কবিতারা একটু খেলুক তোমায় নিয়ে।