কোকিলের কলতান পাখিদের গান
কুহু সুরে বহু দূরেও ভরে যায় প্রাণ
মাতাল রাজ্যে আমি পাগলের বেশে
ভব ঘুরে হয়ে আজ ঘুরি দেশে দেশে ।।

কভু দেখি ছবি মোর চাষিদের দলে
সদা পুড়ে খাক বিবেকের দাবানলে
কভু ভয় করে জয় গৃহ খানি মোর
যত ভয় করি লয় তবু থাকে ঘোর ।।

মেঘের ডানাতে কভু গর্জনে ফুলে উঠি
কত বার ছুটে গিয়ে, ভয়ের ধরেছি টুটি
তবু সে আমার ছাড়ে নাতো গৃহ দ্বার
গৃহহীন ভবে মম বিরাজিত অনাহার ।।

সকলি হারিয়ে তবু ভেঙে পড়িনি কভু
ঝেড়ে ফুলে ফেঁপে তোমারেই ডেকেছি
চাইনি ও গৃহ ভবে বিজয় চেয়েছি মোর
সে বিজয়ের আশে মম সদা হয় ভোর ।।

আছে মম দেড় বল পাব তার প্রতিফল
কভু আমি ঝঞ্জা ভবে কবু আমি শতদল
হয়তো করিব লয় নয়তো হব প্রলয়
নয়তো ভালবাসা দানে আনিব বিজয় ।।