টাপুর টুপুর শ-শ-শ
বাঁজছে ঘরের চালে
নিন্দ্রা যত ডাকছে মোরে
আপন নেশার তালে।
কি থুয়ে আজ কোন খানে যায়
ক্লান্ত আমি ভেবে না পায়
দেখছি আমি চোখে আধার
সূর্য মামার মুখটা যে ভার।
এখন আমি কি যে করি
ঘুম নাকি মোর কর্ম ধরি?
ঘুমের বেশায় ক্লান্ত অতি
হয়না যে ঠিক আপন মতি।
তবু আমি চলছি পথে
আপন ভোলা কর্ম রথে
কি রেখে আজ কি যে বলি
ঘুমেরা সব খেলছে হলি।
এই যদি হয় মেঘের খেলা
খেলায় খেলায় কাটছে বেলা
আর একটু চাঁদের খেলা
এটাই মোদের ভবের লিলা।