সুন্দরো তব মুখ দেখে পাই সুখ
খনিকের তরে ঘোচে মম হতে দুঃখ
ফেলে আসা স্মৃতি মন নাড়া দিয়ে যায়
তব ও চিত্ত গৃহে দিয়ো মোরে ঠাঁই ।।
কিছু নাহি চাহি আর তব দ্বার হতে
ভাসতে দিয়োগো মোরে তব প্রেম স্রোতে
তব দ্বারে করি সুধু এই মোর ফরিয়াদ
সুধু চাহি তুমি মোর মেটাও এ মনে সাধ ।।
তোমা তরে আছে যত দিয়ো দুঃখ মোরে
সুখ আর আহালাদে রেখো মন ভোরে
স্মৃতি মোর প্রিতি ভরা হয়ে নির্বাক
আপনাতে কোরে খেলা আপনাতে থাক ।।
বেদনাতে করি বাস দুঃখে তরি বাই
নষ্ট এ চিত্ত আমার সুখ নাহি চাই
বেশতো আছি আমি দেখে তব মুখ
তাতেই সর্গ সম পেয়েগেছি সুখ ।।
তব হতে চাওয়া মোর কিছু নাহি আর
তব গৃহে দিয়ো ঠাঁই খোলা রেখো দ্বার
তোমা তরে সর্গ আমার তোমা তরে সুখ
তব ও বদন দেখে ভোরে যায় বুক ।।