খনে খনে গেল বেলা গগনে ভরিল মেঘ
চিত্তে ভরা তবু মোর মোহ আর আবেগ
খান্ত দাওগো এবার আপনার হতে সব
মিছা মিছি ভরা যত চিত্তে কলরব ।
অনেক দেখিয়াছি আমি ঘুরিয়াছি শত দ্বার
সকলি ব্যাস্ত ভবে নাহি কেহ তরিবার,
অনেক হেটেছি পথে হোচট খেয়েছি কত
সকলে আমার আমি সকলের ভেবে যায় অবিরত ।
খেয়াঘাটে আজ রিক্ত আমি কে করিবে মোরে পার
বলিব যারে তরাতে তরি সে করিবে মুখ ভার,
আপনার দোষে আপনি দোষী কারে দেব তার দায়
আপন ঘর্মে গড়া যে গৃহ সেথা নাই মোর ঠাঁই ।
ভব রথে যদি চলে নিরবধি এমনি কর্ম ধারা
সকলি হবে কোন একদিন আপন গৃহ হারা,
যাদের গড়িতে সূর্য কিরণ তিলে তিলে করো শেষ
অনাহারে রেখে তারাই বলিবে সুখেয় আছতো বেশ।
যাদের ঘর্মে গড়া তুমি আজ তাদের করো না হেলা
তুমিও আসবে এমনি লগ্নে তোমারো ফোরাবে বেলা,
পরিশেষে তাই বলি আমি ভাই বন্ধ করো এ নিতি
গড়ে তোল আজ আপন সমাজ যেথা রবে প্রেম প্রিতি ।।