কথা দিচ্ছি এই ভবেতে
থাকতে আমার দম
তোমার প্রতি ভালবাসা
একটু হবেনা কম ।।
ইচ্ছা করে জীবনে তোমাই
কষ্ট দেব না কভু
সাক্ষী আমার এই কবিতা
সাক্ষী আমার প্রভূ ।।
ভুল করিয়া যদি গো কভু
দিয়ে ফেলি কষ্ট
হাসি মুখে ক্ষমা করো
প্রেম করোনা নষ্ট ।।
তুমি ছাড়া যদি গো কভু
কাওকে আপন ভাবি
শাস্তি দিয়ো মর্জি মত
থাকবে না তো দাবি ।।
আকলিমা সব আলমগীরের
আরতো কেহ নাই
ভালবেসে সারাটি জীবন
বক্ষে দিয়ো ঠাঁই।।