জীবনে চোখের বারি কত কাল আর
ঝরায়ে জীবন তরি হবে মোর পার
কত ঝড় ঝাপটা ওরে দিতে হবে পাড়ি
এ মম দুঃখের বোঝা অনেক হয়েছে ভারি ।।
পারি না সইতে আর মুক্তি দে আজ মোরে
দে না মোরে কিছু দিন থাকতে সুখের ঘোরে
দিলে ভবে কিছু সুখ ক্ষতি নাহি হবে তোর
ঝরে যাবে আধার যত রাত শেষে হবে ভোর ।।
বিধি তব দ্বারে আজ পেতেছে এ ভিক্ষু হাত
ফিরিয়ে দিস না বিধি মিটিয়ে দে রে স্বাদ
কত কাল খেলবি ও রে তুচ্ছ জীবন নিয়ে
মুক্তি দে রে আর পারিনা সুখের পরশ দিয়ে ।।
আর কত কাল ভাসব বিধি দুঃখ নামের স্রোতে
এর থেকে তুই মরণ টা দে এমন জীবন হতে
পারব না আর চলতে ভবে দুঃখের বোঝা নিয়ে
করব রে শেষ এমন খেলা নিজের জীবন দিয়ে ।।
হয়তো সেটাই ভাল হবে আমার মরণ হলে
তোর কাছে তে চাইব না আর মুক্তি দে দে বলে
তোর দেয়া ওই দুঃখের তাপে মরে গেছে মন
মুক্ত করে দে রে আমায় নয়তো নে জীবন ।।