গৃহ হারা জনের নাহি বোঝে কেহ দুঃখ কত সে মনে
করে দিতে ক্ষত কথার বিষে এ প্রাণ মত্ত সর্ব জনে
দুঃখে ভরা প্রাণে গেয়ে যায় গান অগ্নি বীণার সুরে
দেহ পুড়ে খাক আশা ভরা থলে কিছু নাহি পোড়ে ।।
অনেক খুঁজেছি আমি জগতের সুখ হয়ে ভব ঘুরে
লোকালয় টিলা ভূমি খুঁজিয়াছ কত গগন টা ফুড়ে
হয় নিতো দেখা যে আপনার তরে ঘেটে মোর থলে
মম তরে যত সুখ নিদ্রা বিভোর আপনার কোলে ।।
আজো বেচে আছে সপ্ন এ গৃহে করেছিনু যাহা চাষ
স্বপ্নের ধরে হাত নির্জলা রাতে সুখেরে করিব দাশ
দোহের চোখে চোখ বসে পাশা পাশি হাতে রেখে হাত
চাঁদের কিরণ মেখে আহালাদ ভরে হবে শেষ রাত ।।
স্বপ্নের জোরে মোর বাধিব যে ফের ছোট্ট কুড়ে ঘর
সুখ আর আহালাদে ভরা মোর তরি হারা হবে ডর
দুঃখের কন্যা কভু পাবে না এ গৃহে ঠাই হবে সব দূর
রাজ্যে এ মোর সুখে ভরা দ্বার বাচবে সুখের সুর ।।
আমার ভূবনে কভু হবে না তো আর দুঃখের ঠাই
গড়িতে শক্তি দিয়ো বিভু তব তরে কিছু নাহি চাই
এথা হতে মোর হুকুম ছাড়া কিছু নাহি হবে আর
আমার হুকুমে রবে কুড়ে ঘর তবুও সুখে ভরা দ্বার ।।