নারী তুমি খান্ত কেন কিসের এত ভয়
তব হাতে এ বিশ্ব ভূবণ হবেই হবে জয়
তুমি যে নারী যোদ্ধা ওহে যুদ্ধ করেছ কত
জীবন নামের রণক্ষেত্রে করোনিতো মাথা নত ।।
ভবে দিতে ঠাই তুচ্ছ মোরে ছিড়েছিলে তব নাড়ি
কেন তুমি আজ দিচ্ছ ভবে ভয়ে ভয়ে পথ পাড়ি
তুমি যে নারী যোদ্ধা আবার তব প্রেমে দেশ ঘেরা
তোমার আলোতে দ্বীপ্ত ভূবন তুমি যে ভবের সেরা ।।
তবে কেনো আজ সেই তোমারী চক্ষু ভরা লাজ
কেনো তোমা ও হৃদয় জুড়ে দুঃখ করছে রাজ
তব সম এক মায়ের রক্ত সেবনে গড়া এ দেহ
সকল কষ্ট সহ্য করিয়া এ মোরে দিয়েছে স্নেহ ।।
কেনো তুমি আজ দেখিয়া মোরে পাচ্ছ কিসের ভয়
তব হাতে আছে জগতের সুখ ভয়কে করো গো জয়
নারী পুরুষের ভেদাভেদ সব করে ফেলো চুরমার
বিজয়ের তানে সাম্যের গানে করো দুঃখ মুক্ত দ্বার ।।
জেনে রাখো হে জননী তুমি চুচ্ছ নহে এ ভবে
তোমার পরশ ছাড়া এ ভূবন আধার ভরা রবে
প্রতিবাদী হয়ে জেগে ওঠার সময় এসেছে দ্বারে
মূর্খ জাতীর ভোগের পন্য নও গো এ সংসারে ।।
দাও বুঝিয়ে তাদের থেকে পিছে নহে কোন কাজে
দন্ত ভাংগা দাওগো জবাব যাদের সভাব বাজে
তুমি যে নারী মমতাময়ী যোদ্ধা সবার সেরা
তোমার পরশ আছে বলে জগৎ সুখে ঘেরা ।।