ওরে দুস্টুর দল ফাঁকি দিলি আমাকে শয়তানি মতে
কি লাভ তোদের আমি যদি থাকি পথে পথে,
বাপের সন্তান হয়ে বাপকে করিস অপমান
আমাকে ফাঁকি দিয়ে বাপের খোয়ালি সম্মান ।
অনাহারে দিন যায় শিতে কেপে রাত পার
বাপের ভিটা বন্ধ তবু খোলা আছে ভব দ্বার
রাস্তায় থাকি তবু বলি আছি সুখে বেশ
অনাহারে তাতে কি আর থেমে যাবে সারা দেশ ।
ভেবেছিলি তোরা তাই অনাহারে মরে যায়
যাদের কপালে সুখ তারা কি আর দুঃখ পাই
ভেবে দেখ তোরা আজ অনাহারে ক্লান্ত
আমি আছি মেনে সব সুখে দুঃখে শান্ত ।
বাপের ভিটা নিলি তোরা নিলি ঘর বাড়ি
রাস্তায় আমি আজ সব কিছু ছাড়ি
তোরা সব দালানে করে জাস বসবাস
আরতো মাত্র কয়েকটা দিন তার পরে হবি লাশ ।
মরিলে নিয়ে জাস বাড়ি ভিটা মাটি
মরার আগে করে নে ঈমানটা খাটি
বাহাদুরি চিরকাল রইনাতো কারো
আরতো মাত্র কয়েকটা দিন ঈমানটা কর গাড়ো ।।