ওরে মোর ময়না পাখি যাদু টিয়া ওরে
মাটিতে রাখিনি তোরে পোকা খাবে বলে
কেমন করে থাকব মাগো তোমায় ছেড়ে একা
না জানি ফের আসবি কবে আবার হবে দেখা ।।

মানতে হবে সমাজ নীতি ছাড়তে হবে ঘর
শশুর বাড়ির সবাই আপন আমরা হব পর
এটাই মাগো বিধির নিয়ম বড় করলাম যাকে
খুব যতনে পরের হাতে তুলে দেব তাকে ।।

তোমায় ছেড়ে একলা ঘরে আসবে না ঘুম আর
দিন যত মোর তোমায় খুজে হবে জীবন পার
বাবা হবে শশুর তোমার শাশুড়ীটা মা
এখন হবে স্বামী আপন আমরা কেহ না ।।

এটাই মাগো বিধির বিধান মানতে যে তাই হবে
নইলে তোমায় রেখে দিয়ে থাকব মোরা সবে
সেইতো বোঝে  কিযন্ত্রণা যার হয়েছ পর
যার দয়াতে আজকে তুমি পরের সাজাও ঘর ।।

কিন্তু মাগো সেই বাবাটার নিলে নাতো খোজ
কিন্তু তোমার সেই বাবাটাই নিচ্ছে খবর রোজ
এখন তোমার সব আছে মা বাপকে করে পর
দোয়া করি সুখেই থাকিস সারাটি জীবন ভর ৷।