বাবাগো ছেড়ে দে নয়তোবা মেরে দে
খাবনা অন্ন আর তোদের এই ঘরেতে
চলে যাব এথা হতে যেথা যায় চোখ মোর
আল্লার দোহায় লাগে ঝেড়ে ফেল এই ঘোর ।।
লোকে যদি জানে তবে ছি ছি করবে সবে
মা যদি জানে তবে বেচে সে নাহি রবে
গলাতে ফাস দিয়ে মরে যাবে কষ্টে মা
ছেড়ে দে যেতে দে বাবা তোর ধরি পা ।।
বলব না কারো কাছে চলে যাব নিরবে
আসব না কভু ফিরে যা হয় তাই হবে
তবু তোর ধরি পাই মুক্তি দে রে আজ
জানিলে পাড়ার লোকে তুই পাবি বহু লাজ ।।
এখনি যাব চলে দেখাবনা মুখ আর
ছেড়ে দে খুলে দে বন্ধ এ গৃহ দ্বার
যা তুই তাই করিব সুধু দে মুক্তি
মানব না কারো বাধা কিব কোন যুক্তি ।।
তুই যে বাবা মোর আমি যে তা মানি
ছেড়ে দে বাবা মোরে চলে যাব এখনি
কতোই না মিনতি করে তার ওই মেয়েটা
নাহি ছাড়ে পশু তারে ছিড়ে খায় দেহটা ।।