কত আহাজারি দিয়ে পথ পাড়ি
দিয়েছিযে কত বিবেককে নাড়ি
শিখরে রাখিয়া পা চলি পথ তবু
ঝঞ্ঝা আসে যদি টলিবনা কভু ৷।
আমি নির্ভীক আমি দুর্জয় এ পথে
নহে খর্ব আমি যোদ্ধা এ ভব রথে
আমি ঝঞ্ঝা হয়ে হানিব আঘাত
ভেঙ্গে চুরমার করিব প্রভাত।।
আমি আনিব ছিনে ওই রবি দেব টারে
জ্বালিব আশার আলো প্রতি গৃহ দ্বারে
নির্বাক নহে আমি অগ্নিগিরির শিখা
ললাটে আছে মোর বিজয়ী লিখা ।।
আমি ভাঙ্গব সে রিতি যত দুষ কৃতি
সমাজে গড়া যত শোষণের নীতি
আমি অগ্নি লেলিহান হয়ে জ্বালাব
আমি ভীরু নহে, নহে ফিরে পালাব ।।
বিবেকের মশাল জ্বেলে গরিব সমাজ
যেথা নাহি রবে আর দূরনীতি রাজ
আমি সেই নির্বাক-ধূসর সৈনিক
দেখাব মশাল জ্বেলে আলোকিত দিক ।।