ভুলের পিরামিড
পান্না আকন্দ
৫/৯/১৯
বিরহ রাতের উচ্ছ্বাসে দুঃখের সাধনা,
অতঃপর সুখের ইতি টানি।
মখমলের ন্যায় বুকের পল্বলে
আমি ভৈরবী ---
তারপর?
আমার অশান্ত আত্মা রক্তশোভিত,
আত্মার তৃষ্ণায় অগ্নি পক্ষকে আলিঙ্গন
নিরস্ত্র নির্বেদ তৃষ্ণতপ্ত এক নারী।
দুঃখ কুড়াতে কুড়াতে গড়ে তুললাম
অপূর্ব ভুলের পিরামিড।