উৎসর্গ
পান্না আকন্দ

তোমার সাথে দেখা হয় না  অনেক বছর
তোমাকে ডাকা হয় না সেই প্রিয় নামে
বাঁধন, বনফুল অথবা কল্পনার হিমু।
তবুও আমি ডাকি,
নিভৃতে কলমের আগায় আঁকি বিরহগুলো।

অবিনশ্বর প্রতিজ্ঞাগুলো আজ যেচে
সমসাময়িক ব্যস্ততা আমাদের খুনসুটি কেড়ে নিয়েছে
বজ্রদগ্ধ অতীত আজ হয়ে গেছে অতিথি
তবুও আমি যত্নে রাখি
পুরনো না পাঠানো চিঠিগুলোর ভাঁজে তোমাকে।

সমস্ত কথার পাখিরা আজ নীরবে গুনছে প্রহর
দুঃস্বপ্নের রাত শেষ হবে কবে?
পাহাড়ের শিখরে নেচে নেচে গাইবে কলতান,
তবুও আমি হাতে বাঁধি
তোমার দেওয়া শুকনো বকুল ফুলের অসম্পূর্ণ মালা।

গোছাও জীবন নৌকা,বাজাও ভালবাসার নতুন সুর
সুরে সুরে বেজে উঠুক সাফল্য গুলো
ভালো থেকো ভাল থাকার নতুন পালঙ্কে
তবুও আমি বলবো না
আমাকে গ্রহণ করো তুমি, দুঃখ গ্রহণ করার নামে।

আমি উৎসর্গ করলাম সকল দুঃখ, সকল প্রত্যাশা
ভালোবেসে ভালোবাসার নামে।
১৭মে ২০২০