.................................................
সোনালী অতীত
পান্না আকন্দ

ছলাৎ ছলাৎ ঢেউয়ে নদীর এখন ভরা যৌবন
শ্রাবণেরও চলছে ভেঙে পড়ার অঝর কান্না
দীর্ঘদিনের জমানো আবর্জনা হচ্ছে বাস্তুুছাড়া,
এরই মধ্যে আকাশে জ্বলজ্বল করে পূর্ণিমা।

তোমরা,আমরা যারা শুধুই মানুষ তারা বলবো
ঋতুচক্রে বর্ষা আসে,নদীর বুক ফুলে উঠে
আবর্জনার বিদায় পরিবেশ বান্ধব-
পূর্ণিমা!সে তো প্রতি মাসে একবার থাকেই।

কিন্তু ভরা নদীতে  ভেঙে পড়া নারী দেখে লোলুপ চোখ
বৃষ্টি ধারায় আঁকে বালিশ ভেজানো কান্নার ছাপ
ভেসে যাওয়া আবর্জনায় খুঁজে তার সোনালী অতীত,
যৌবন,ভিটে,পূর্ণিমা সব ছিলো,ছিলো না বিশ্বাসী কোনো হাত।

৮জুলাই২০২০
দূর্গাপুর।