সম্ভাব্য জীবন
পান্না আকন্দ
আমি জানি একদিন সব নষ্ট হবে নিমিষেই
নষ্টের তরাঙ্গায়িত সমস্ত রাত
বন্ধ করবে হৃদয় কেটে খাওয়া বিপ্লবী ভাবনা।
শরীর থেকেও খসে পড়বে অসুখ গুলো
হয়তো ঘরের কাজে মন দিবো অনিচ্ছায়,
দাসত্ব শৃঙ্খল ছিঁড়তে অনীহা আসবে মনে।
খুব নিকটে কোথাও ভূ-কম্পনে ধসে গেছে একটা ফ্ল্যাট
মারা গেছে শিশু-বৃদ্ধ, আরো চেনা কিছু মানুষ,
আমি হয়তো নির্বাক থাকবো,যেমন থাকে বটগাছ।
মুক্তির মহামন্ত্র পড়তে পড়তে একসময় আমি
আটকে যাবো মায়ার চার দেয়ালে,
অপেক্ষা করবো কোনো কড়া শাসনের।
আমি হয়তো বেঁচে যাবো সে সময়,যেভাবে বেঁচে আছে
সংসারের জাল বুনা মেয়েরা,যারা জেনে আসছে
নারী পরিপূর্ণ সন্তান উৎপাদনে আর ঘর কন্যার কাজে।
বাহিরের পৃথিবী শুধুই শাসকের,শোষকের বাসযোগ্য।
৩০ মে ২০২০