সম্পর্ক
পান্না আকন্দ

আমি রাতকে রাত ভোর করে দিই
একটা সত্যের উদ্ধার কাজে,
শহরের প্রতিটি বালুকণা গায়ে মাখছি
হাটার গতি বাড়িয়ে পায়ে ফুসকা ফেলে দিয়েছি
শুধুই একটা সত্য উদ্ধার করার চেষ্টা।
এখন আমি কতোটা মানুষ অথবা কতোটা উন্মাদ
তোমার পৌরুষ বুক তা জানে।

তোমার নিদারুণ তেষ্টা মেটানোর পরও আমি তৃষ্ণার্থ
বৃষ্টির খরায়, রোদ্দুরে মাখা ঝলকানিতে
কেবলি সত্য উদ্ধার করার চেষ্টা।
আমার মন আর দেহ যখন নিতান্তই বাস্তব-
বাস্তবে বাস্তবতায় তলিয়ে যাবে
ডুবে ডুবে সেই অপ্রিয় সত্যিটা আজ জানতে চাই
আমার চোখে, চোখ রেখে বলতো একবার
হলফ করে বলো ভালোবাসো আমায়
তুমি কি ভালোবাসো আমায়?

১৫ জানুয়ারী-২০২০