সাম্রাজ্যবীহিন সুখ(১০/১১/১৯)
পান্না আকন্দ
আমি তো দহনে দহনে ছিলাম সম্রাজ্ঞী
ভালোবেসে একি দৈন্যতা দিলে আমায়।
এমন কালো ক্ষণে বৃষ্টি নামাবে
কোনদিন ভাবতে পারিনি,
তেমাথা অাঁধার ডুমুরের তলায়
দেহমোম জ্বেলে জ্বেলে
ভেজালে অগোচরে আমার বুক
মুছে দিলে অশ্রুর কাফনে দাগকাটা আস্তিন।
চোখের সমুদ্রের থিকথিকে লোনাজলে
কোন সুখের সভ্যতা ফলাবে মৃগমায়ায় ,
আমি তো দহনে দহনে ছিলাম সম্রাজ্ঞী
ভালোবেসে একি দৈন্যতা দিলে আমায়।
দহনের যত্নে শেওলা চাষাবাদ এ উঠোনে
আমার এ হৃদয় আপাদমস্তক কুরুক্ষেত্র,
সময় অসময় বেজে উঠে যুদ্ধের ধামামা
কেন সিক্ত অনুভূতিতে নষ্ট করলে বারুদ!
আমি এখন শব্দহীন প্লাবিত অভিসারে।
আমি তো দহনে দহনে ছিলাম সম্রাজ্ঞী
ভালোবেসে একি দৈন্যতা দিলে আমায়!
একি! সাম্রাজ্যবীহিন সুখের দখল এ হৃদয়!