পরাধীন স্বাধীনতা
(৭/১২/১৯)
ক.হি.বা.
স্বাধীনতা খোজে অর্ধেক জীবন কেটে গেলো
প্রেমে অপ্রেমে নিপীড়ন চালিয়েছে দেহ,
গল্প কবিতায় শামুকের মতো অপ্রাপ্তি গুলো
গুটিয়ে রাখতে চেয়েছি বহুবার।
তবুও প্রতিবাদী গলায় উচ্চারণ করেছি মুক্তির গান।
সুরক্ষিত মনের দূর্গ ভাঙতে চেয়েছে কামুকের চোখ
বঞ্চিত প্রেমের গ্লানিমাখা তিক্ত স্বাদ
হৃদয় পটে প্রহরীর ভুমিকা রেখেছে কড়া নজর।
হাতড়ে জীবন, বঞ্চিত দুঃখে ঝলসে ওঠে বুক
জীবন গতিতে বাড়ছে কণ্টকিত পথ,
এ কেমন স্বাধীনতা গড়ছি দেহে মনে প্রাণে?
যে হাতে লিখেছি প্রতিবাদের প্লেকার্ড,
যে গলায় হুংকারে চেয়েছি অনৈতিকতা থেকে মুক্তি
মিছিলে মিছিলে জানান দিয়েছি
আমি, আমরা দিনভর উপোস থেকে মুক্তি চাই
চাই দুটো অক্ষর লেখার অধিকার
চাই বুক ভরে নিঃশ্বাস নেবার নিস্বর্গ।
সে হাত আজ কি করে এই গলায় বাঁধছে ফাঁস!
পরাধীনতার ভার বইতে না পারার দড়িতে,
ঝুলছে দেহ স্বাধীনতার দৈন্যতা মুক্তিতে!
++++++++++++++++++++++++পান্না আকন্দ