পাঠকের মৃত্যু
পান্না আকন্দ

একজন নিয়মিত  পাঠক ছিলো কবির,
সে রোজ পড়তো কবির কবিতা অথবা
কবির ছোট ছোট দুঃখ গুলো।
কবিকে জানতো আর একচিত্তে পাঠ করতো
সমস্ত শব্দ আর  চরণগুলো।
মাঝেমধ্যে আবেগ আপ্লুত হয়ে বলতো,হে কবি
"আমার জন্য লিখবে আজীবন"

হঠাৎ রদ বদল হাওয়ায়,
পাঠকের কবিতায় মন ধরে না
চিত্তে এলো বে-মালুম পরিবর্তন।
অন্যপাঠে পাঠক যেতেই পারে
কবির তাতে দুঃখ নেই।
দুঃখটা কবির জমলো অবান্তর মন্তব্যে-
" হে কবি,আমায় বেঁধে রেখেছিলে এ যাবৎ
বড্ড কৌশলে"

পাঠকের ভুল জানায় কবি হয়ে থাকে কৌশলী
আর কবি সারাজীবনের জন্য মেনে নেয়,
পাঠকের মৃত্যু খুব স্বাভাবিক।  

২৫ জুন২০২০
রিকা।