অপশক্তির পতনে
পান্না আকন্দ
১৬/১২/১৯
যে চোখে জনতা খোঁজে চলে আশ্রয় নিরন্তর
অনন্তকাল সময় দেখায় ক্ষুধার বিস্ময়!
এক পলকে তাকিয়ে থাকা নগ্ন চোখ টগর
দেখে কোলাহলআকীর্ণ হাহাকার পৃথিবীময়।
তবুও মন জানে যারা নিয়েছে সেবাব্রতের গুরু দায়িত্ব
দুর্বোধ্য, বহুবর্ণ তাদের ভাষার শব্দপুঞ্জ,কাব্যপঙক্তি,
বাস্তবিক অভিনয়ে আচরণ অতিশয় নম্র-শিষ্ট-একাত্ম
অচেনা তাদের সেঁকা রুটি আর সিদ্ধ ভাতের ভাপ শক্তি।
অগণিত জীবিত লাশের গন্ধে হিংস্র দানবের ভীর
শাসক শ্রেণির উনুনে দরদমাখা আগুনের স্ফুলিঙ্গ,
আশার কোনো আয়তন নেই, আবেদন মন আকুতির!
হিঁচড়ে ফেলো,এই অপশক্তির বে-শরম পর্বত -শৃঙ্গ।