অন্য জীবনে যাপন
(২/১২/১৯)
এই মনুষ্য জীবন
আমার কাছে দূর্বিষহ!
তার চেয়ে ভালো
দেয়ালে বেড়ে ওঠা পরগাছা।
ভয়ানক আক্রোশে কেউ
উপরে ফেললেও দুঃখ কম,
পরিণতি মেনে নেওয়া যায়
দেয়াল নষ্টের অপরাধে।
মানুষ হয়ে
এই অমানুষ অমানুষ খেলা
তীর ধনুক ঘেঁষে
আমাকে বিঁধে রাখে
নিরীহ জন্তুর চোখে।
এমন মনুষ্য জীবনের চেয়ে
ঢের ভালো ছিলো
কালো কাকের জীবন।
চোখ বুজে অপরাধ
ঢেকে রাখতাম খড়ের চালে।
উপহাস অপরাধবোধ
কোনটায় ছুঁতে পারতোনা
আমাকে আমার চিন্তাকে,
নিশ্চিন্তে কেটে যেতো রাত
পুনরায় ডেকে সজাগ প্রভাত।
আমি বোধ হয় এখন
আর মানুষ নই,
হয়তো আমি প্রাণহীন স্বর্ণলতা
নতুবা মানুষের ছুঁড়া তীরে বিদ্ধ
আহত কোন এক ঘুঘু।
++++++++++++পান্না আকন্দ