অনাকাঙ্ক্ষিত গ্রহণ (১০/১১/১৯)
প্রেমে সমগ্রতা মহাবিশ্ব অনাদি,
আদিভূত থেকে বের করবো
তোমার কাঙ্খিত কুমারী কন্যা।
তার আগে হিসাব কষে নিই,
কতটুকু বাড়বে বা নামবে সুখ।
কোনটা চাও বলো?
প্রেম নাকি নারীর শরীরী উপস্থিতি!.
কোনটাই পূর্ণ হবে ভাঙনে ভাঙনে
টিকে থাকা তোমার নগ্ন বুক?
ভালোবেসে কথা দিচ্ছি
আদিভূত থেকে বের করবো
তোমার কাঙ্ক্ষিত কুমারী কন্যা!
মৌনতায় দীর্ঘ বিরহ জমাট বেঁধে
তোমায় নীল করছে,
কোনটা চাও বলো?
আমাদের লিখিত দলিলে কিচ্ছু হবে না,
আগে তো গ্রহণ তারপর বহন
বন্ধু, গ্রহণে যদি থাকে বুক ভাঙা হাহাকার
প্রত্যাখানই শ্রেষ্ঠ প্রতিদান।
আমার কিছু নেই যা হবে উপহার
তবুও বলছি কোনো অপ্রত্যাশিত আশায়
কি চাও বলো?
তোমার সুখের ভেলায় ঢেউয়ের খেলা খেলবো না
আদিভূত থেকে বের করবো
তোমার কাঙ্ক্ষিত কুমারী কন্যা।
আমি দিয়ে গেলাম মুক্তির ছাড়পত্র
তুমি না হয় একটু ভেবেই নিজের সুখে সই করো,,,