অবাধ্য ইচ্ছেরা
পান্না আকন্দ
নিত্য অপেক্ষা করার স্বাদটা কেমন তেতু লাগছে
ইচ্ছে করছে না একটা ফোন কলের অপেক্ষা করি।
স্বভাবমতো ফোন হাতে নিলাম,প্যাটার্ন খুলতে পারিনি।
ইচ্ছে করছে না প্রিয় চাঁদটা একটু দেখি অথবা
বাতাসে ভেসে আসা ভিজে মাটির গন্ধটা মাখি
অভ্যাস মতো বারান্দায় দাঁড়ালাম, ঠিকতে পারিনি।
ইচ্ছে করছে না প্রিয় রবীন্দ্রনাথ, জীবনানন্দ পড়ি
অথবা জন কীটস,শেক্সপীয়র এর প্রিয় হ্যামলেট
তবুও হাতে নিই জুসেফ কনরাড, পড়তে পারিনি।
ইচ্ছে করছে না জানলা খুলে দিই,হাসনাহেনা হাসুক
অথবা সাদা শিউলি ফুলের গন্ধে বিছানাটা মাখুক
ঘুম ঘুম নেশা, বিছানায় শরীর এলিয়েও ঘুমুতে পারিনি।
আমার ইচ্ছে করছে না অতৃপ্ত সুখে কারো জন্য কাঁদি
অথবা হাজার কষ্টে খুঁজে বের করি সরষে দানা সুখ
তবুও হাসছি ইচ্ছের গোপনে না কাঁদার ছলে।
আমার ইচ্ছেরা কেমন অবাধ্য হয়ে গেছে
আমার ইচ্ছেরা বন্ধ করে রেখেছে ফোনের ইনকামিং
আজ হঠাৎ আমার ইচ্ছেরা সম্পূর্ণ আবেগহীন।
পান্না আকন্দ
১৪এপ্রিল ২০২০