নিবাস (৮/১১/১৯)
পান্না আকন্দ
দেয়ালে ঝুলিয়ে থাকা মাকড়সা
জাল বুনতে বুনতে তৈরি করেছে তার নিবাস,
খোলস ছাড়া ছারপোকা নিশ্চিন্তে
শাসনভার চালাচ্ছে গেরস্তের নিবাসে।
খসে পড়া পাহাড়ি পাথর ঝকঝকে পরিষ্কার
ঝর্ণার স্রোতের নিচে স্থায়ীভাবে বসবাস করে।
জীবন যুদ্ধে বিজয়ী উইপোকা।
আমি কেন পায়নি নিবাস দুচালা টিনের ঘরে
অ. াাঅঅথবা ঝুলন্ত বাঁশের সাঁকোতে?
ঘাসের বুকে উপচে পড়ে খোঁজেছি আশ্রয়,
পেয়েছি বিষাক্ত পোকার কামড়।
জর্জরিত হয়ে, নীল হয়ে ছুটে চলছি নিবাসের খোঁজে।
নুয়ে পড়া মেঘের স্বরে কান্না করিছি বহুবার,বহুবছর।
মৃত্তিকার বুকে আঁচড় কেটে জানিয়েছি আর্তনাদ,
আমার নিবাস কোথায়, বলো আমার নিবাস কোথায় !
সুখটুকু ফেলে দিয়েছি আমার প্রিয় শত্রুর নীল নকশায়,
আমাকে দিয়েছি তাকে যে আমারে পুড়িয়েছে বারবার।
গঙ্গা থেকে ব্রহ্মপুত্র,সুরমা থেকে কর্ণফুলীর
কোথাও কি নেই আমার নিবাসের খাস জমি?
তবে কি এ পৃথিবী আমার নয়,
আমি কি তোমাদের নই?
তোমরা বলো,আমার নিবাস কোথায়?
বলে দাও,এ দেহকে নিয়ন্ত্রণ করো
অন্তত মিথ্যা আশ্বাস দিয়ে।
আমার নিবাসের সন্ধান পেলে শেষ ঘুম ঘুমাবো।