কবি
পান্না আকন্দ
কবি এসো-
খা-খা রোদ্দুরে ফেলো তোমার সিক্ত অনুভূতি,
ছন্দের পাড়ায় আজও বইছে তোমার শূন্যতা।
কালজয়ী কবির কলমের তুলির স্পর্শ চায় এ পৃথিবী।
কবি তোমার আগমনে,
বাতাসের ঢেউ খেলানো কবিতায় দোলবে ষোড়শীর প্রেম-
আর যুবকের বুকে টগবগিয়ে খুন হবে বিরহী মন!
কবি আর একবার এসো,
তোমার কাঁধ ঝুলানো ব্যাগে জমা আছে সকল আবেদন,
আমার দাবি জানি আছে তোমার ঐ শুকনো চোখে-
কবি এসো-
গ্রহণ করো
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এইবার।
এইবার শোনাও তোমার সোচ্চার কণ্ঠ
জানাও তোমার বেদনার ক্ষত বিক্ষত মনের খবর,,
কবি শেষবার এসো
তোমার আগমনে সবাই জানুক
উদ্বেলিত হোক বাতাসে বাতাসে...
একজন কবি পারে বারে বারে গাইতে জীবনের গান
ছন্দে মাত্রায় ধরে রাখতে মানুষ মানুষের মন ও প্রাণ।
২৫ জানুয়ারী-২০২০