কিছুই তোমার নয়,সবই আমার নিজস্বতা
পান্না আকন্দ
প্রিয় তোমার বিরহে নয়,আমার সুখেই
বিবর্ণ করেছি আকাশের রং
আমি চির স্বার্থান্বেষী সমাজে এক মস্তিষ্কের উপাদান।
প্রিয় তোমার দুঃখে নয়,আমার নিজস্বতাই
টেনেছি ভালোবাসায় সীমারেখা
আমি একই আকাশে শুক-সন্ধ্যা তারা নামে
দুটি রুপে একটি গ্রহ।
প্রিয় তোমার অভিমানে নয়,আমার পিছু ডাকেই
সাড়া দিয়েছি শূণ্যতার কুরুক্ষেত্রে
প্রতিনিয়ত যুদ্ধ করছি নিঃসঙ্গতার সাথে।
প্রিয় তোমার অভাব আমি কিছুতেই পূর্ণ করিনি
শুধু আমার অভাব টুকু তোমায় বোঝতে দেয়নি
দিয়েছি প্রাচুর্যের দিকে ঠেলে ঐশ্বর্যের মোহে।
প্রিয় তোমার শহর ঝলমলে আলোয়
হারিয়ে ফেলেছে দুধ সাদা পূর্ণিমা
নিয়ন বাতির নিচে কেবলি দুঃখের মানিক জ্বলে।
প্রিয় আমার দুঃখেরা এখন শুধুই মরা গাঙের
পাড় বেয়ে ঝোপে ঝোপে জোনাকি খুঁজে
থোপ থোপ অন্ধকারে আবারো আবিষ্কার করে
প্রিয় তোমার অস্তিত্ব, না পাওয়া সুখ।
৯ মে ২০২০