কালো বর্ষা
পান্না আকন্দ

আপন ঘোমটা খোলে বিজলি খেলায়
কালো বর্ষা আকাশ
চমকে চমকে প্রেমের খেলা খেলে
বেগুনি জারুল  ফুল।

বাতাসে দোল খেতে থাকে পুবের পুকুরে
কচুরিপনার ঝোপ
টিনের চালে বৃষ্টির ঝিন ঝিনে
গোপনে বিরহ নামে।

হঠাৎ বজ্রপাতে লাগে ভয়
হুবহু মরণ দীপ,
এই বুঝি গেলো প্রাণের আড়ালে
প্রেমের সোনা-ফুল।

ধুক্ ধুক্ স্মরণ বিধাতারে
ব্যাকুলিয়া প্রাণে
তুমিই যদি না করো পাপীরে রক্ষা
ঠাঁই নাই কোনোখানে।

ঢলের পানিতে তলিয়ে সোনা ফসল
পানি নাচে থই থই,
নদীর পাড় ভাঙে স্রোতের খেলাতে
ভাঙে অভাগীর ঘর।

ভাঙে ঘর, ভাসে চাল  ডুবু ডুবু আশা
বুক বেঁধে বাঁচা,
পুর্বের আকাশে উঠবে রংধনু
বিধাতা দেখাবে আলো।

২২ মে ২০২০