জলেই ভাসুক বুক
পান্না আকন্দ
পরিত্যক্ত অন্ধকারে গাল বেয়ে কৌতূহলে নামে
অন্তহীন নিষিদ্ধ বিষাদ
নিশুতি পেরিয়ে প্রতিদিন সমবেদনায় আসে
অতলান্ত দ্বিধার সকাল।
পাহাড়ি ঢলে ভেসে যায় জমাট শ্যাওলা,পড়ে থাকে
শাপলা শালুকের লিরিক
নক্ষত্র অভিমানে একা হয় মেঘলা রাত,চোখে পড়ে
খোলস ছাড়ানো বাস্তুসাপ।
বহুদিনের আদুরে অর্কিড নিঃশব্দে প্রাণ ত্যাগ করলো
সূর্য্য ডুবে অন্ধকার চারদিক।
এমন বান ভাসানিয়া রাতেও শূন্যগর্ভে দেখি
তোমার আগমনী চোখ
আর একবার কাঁদাও আমারে,জলেই ভাসুক বুক।।
২৮ জুন২০২০
রিকা।