ফিরে যেতে চাই
পান্না আকন্দ
আমায় কেউ নিয়ে যাবে ফেলে আসা বাল্যসখা সবুজের ভীড়ে,
ভাঙচুর জীবনের গল্প শুনাবো তাকে,জানাবো জীবনের লিরিক
অতি উল্লাসের নগর জীবন, ঘুম থেকে জেগে উঠে
সযত্নে ফুলদানিতে একাকীত্ব বরণ,সব শুনাবো একে একে।
দোহায়!আমাকে নিয়ে চলো কুয়াশা উড়া ভোরের নদীতে
লোকালয় এড়িয়ে,বিবিধ ঝট-ঝামেলা ছাড়িয়ে একা ছাড়ো আমাকে,
নিরবে পা ধুয়ে নিবো,চুপিসারে মনে করিয়ে দিবো পূর্ব প্রেমের গল্পটা
কতটা ঐশ্বর্য হারিয়েছি তার বিরহে, একবার আলিঙ্গনে বোঝাবো তাকে।
নিয়ে চলো একবার লেবু ফুলের দেশে,কলমিলতার বিলে
জীবন আবার বাঁধতে চাই চক আঁকা দারিয়াবান্দার ঘরে
আহারে! ছনের ছাউনি-মাটির দেয়াল শিল্পমুগ্ধ যেন রুপকথার পাতালপুরী
বৃষ্টি ভেজা ছনের গন্ধে কতবার ঘুম ভাঙা,কত কত ভোর।
আমি যেতে চাই, আমি যাবো আমার প্রাণে মিশে থাকা মাটিতে
শেষ নিঃশ্বাস নেবো দক্ষিণা বাতাসে,দেহ এলিয়ে শোধ করবো জন্ম ঋণ
আমাকে নিয়ে চলো শেষবার যেখানে আমার নাড়ী পড়ে আছে,
যেখানে সবুজ প্রেম রয়েছে,প্রিয় সখী শাখা মেলে ছায়া দেয় আমাকে।
আমি যাবো সেখানে, আমি বিলীন হবো সেখানে,আমার দাফন হবে সেখানে।
14 সেপ্টেম্বর 2020
বলাশপুর, ময়মনসিংহ।