চুক্তি পত্র
পান্না আকন্দ
স্বাধীন মনের মানুষ আমি
তবুও বন্দিত্ব নিয়েছি চুক্তি করে,
ভালোবাসার চুক্তি!
মুক্ত আকাশ দেখা মানুষ আমি
তালাবদ্ধ জীবন উপভোগ করছি সানন্দে,
বাড়িওয়ালা জরুরী কাজে বাহিরে।
উপস্থিতিতে মাতিয়ে তোলা মানুষ আমি
অথচ নিজের নিঃশ্বাসের শব্দ ফেলছি সতর্কে
এমনকি জানলার পর্দাটাও সরাচ্ছিনা
চাঁদ দেখার লোভ নিয়ন্ত্রণ করছি অতি উল্লাসে।
সস্তায় কেনাকাটা বাদ দিয়েছি
গাড়ি চড়ে ফিক্সড রেটে অল্প সময়ে সব সারা!
দেখে দেখে কাঁচা বাজার কিনার অভ্যাস
নেহাৎ তুচ্ছতাচ্ছিল্য মনে হয়।
বনে বনে ঘুরা মানুষ আমি
চলছি উর্ধতন শাসকের কড়া নির্দেশনায়,
নারীত্ব বিসর্জনে নিয়েছি রমনীত্ব
ভালোবাসার চুক্তিতে
পালক বেঁধে বাঁচবার শর্তে।
১১/১২/১৯