চেতনায় অম্লান
১৯/১১/১৯

আমার চেতনায় স্বচ্ছ কালো দৃশ্য
বারে বারে গ্রহণ করে নিয়েছে
সর্ষে ফুলের নরম গন্ধ।
হলুদ কাঁঠাল পাতায় লেখা খাম হীন চিঠি
কাঠ টুকরার ঠোঁটে ছিন্ন ভিন্ন
আজ তা পাতা কুড়ানো বালিকার খাঁচায় বন্দী।
আমার চেতনা বস্তুত্ব নিয়ে কথা ছিলো
হাঁটু গেড়ে বসা ভিখারির দুঃখ,
দিনে দিনে তা ঢেকে গেছে ঐশ্বর্যের মিছিলে।
রাস্তার নেড়ী কুকুরের দু'পায়ের বেড়ি
খুলে খুলে কথা দিয়েছিলাম মুক্তি আজীবন
সূর্য উঠার আগেই পেয়েছি প্রাণহীন দেহ তার।
আমার চেতনায় মুক্তি নারীর  ভাষাহীন চোখ
ধুঁকে ধুঁকে মরা বৃদ্ধের কৌতুহল মাখা হাসি,
শিশুর আশায় আশায় বাঁচতে একটু ভরসা
সে তো উবে গেছে নৈরাজ্যের কামুকতায়।
তোমরা আমায় তুলে ধরো হে চেতনায়  ধনবান
আমি তুমি মিলে গাইবো মানুষের জয়গান,
বেঁচে থাকুক সকলে  চেতনায় অম্লান।

+++++++++++++পান্না আকন্দ