আত্মকথন

আমি নিজেকে  উদ্ব্যাস্তু বানিয়ে
পেছনে ফেলে এসেছি ঝরা-পুকুর,
কত কত অনাত্মীয় -স্বজন।
গাছের ছায়া,মরা গাঙের সাদাবালি
আর স্থির নির্জন দুপুর ।

এখনো হয়তো শুকায়নি অশ্রুকণা
চঞ্চল করুণ দৃষ্টি,ঝিনুকের চুড়ি
পড়ে আছে হাসি ও অশ্রু শিশির ডগায়
মেঘভাঙা সকালের রোদে।

দুঃখ উড়াতে উড়িয়েছি জীবন
বেদনার নীল খামে,
যত্নে লেখা প্রেম-পত্রের মতো
নিজেকে ছিঁড়ে ছিঁড়ে এসে দাঁড়িয়েছি
কাঁটা পায়ে এই দুঃখ পাহাড়ে।

লাল কাপড়ে চোখ বেঁধে ষাঁড়ের মতো
দৌড়েছি সমস্তটা জীবন ধরে,
ফিরে যেতে চাই না খেয়ালি রুমালে
যে জীবন বেঁধে রাখিনি নিঁখুত ফ্রেমে।

কতো অমলিন স্মৃতি ছিলো,উদ্দাম দিন
রাতভর তারা দেখার গল্প,জোৎস্নার কাড়াকাড়ি
একটা ভালোবাসার মুখ,কিছুই থেকে যায়নি
ভালোবেসে চোখে শুধুই আগুন।