আজীবন বহন(২৩/১১/২৩)
পান্না আকন্দ
এই শহরের ফাঁকা অস্তিত্ব খোঁজে চলেছো?
প্রিয় আমার,তবে তাই হোক।
আমি সরিয়ে নিলাম আবেগটুকু,
মুক্ত হোক তবে মনের আবর্জনা
রেখেছি শোক তোমার সুখ টুকু ঢাকার,
এতে আমার হয়ে যাবে বেশ।
তুমি বোঝতে পারবে না আমার শূন্যতা,
সবাই তোমাকে জয়ধ্বনি দিতে দিতে ভুলিয়ে রাখবে।
কেউ নিবে সুখ,দিবে স্বর্গ সুখ।
ভাবনার ঘোর কেটে গেলে কেউ কারো না।
ফাঁকা শহর লুটতে লুটতে ক্লান্ত তুমি
চারদিকে নিরাশার কলরব
তোমার সংগ্রহের ঝুলাও ফাঁকা,
তখনো আমি থাকবো নীরব দর্শক
আজো যেভাবে ছেড়ে দিচ্ছি নিরবে।।
হয়তো দাঁড়াতে চাইবে আরেকবার ,
মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারো
ঠিক তখনি ঘন অন্ধকার সাঁতরে পাশে দাঁড়াব।
ঐশ্বর্য, টাকা, সুখ এসব কিছুই দেবোনা।
শুধু মাথাটুকু রাখতে কাঁধটা বাড়িয়ে দেবো।
আবারো নীরবে বহন করতে থাকবো আজীবন।