মানুষ অজানাকে অনেক ভালোবাসে, কিন্তু কেন?
অতীতের ভবিষ্যৎ আজ বর্তমান, করে গলধঃকরণ
তবুও এই অজানার নিকৃষ্ট পথে মানুষ দিশেহারা,
অনিশ্চিত অজানায় মানুষের সারি সারি পা।
শিকল ছিঁড়েছে আজ অজানায় দিচ্ছে পাড়ি,
সংকীর্ণ বাতায়নে কত আত্মা দিচ্ছে উঁকি।
যদি পায় কিঞ্চিত ঠাই, আকাশে উড়িবে ছাই,
পাবে না ছাড়া, অজানায় ধরা, যদিও হও হরি।
জীবন দর্শনে অজানার প্রণয়ে বিনাশ শত প্রাণ,
আত্মকে ছেড়ে অজানাকে দেখে, কালের দর্পন।
বিদীর্ণ দর্পনে মুখ তার, কে বুঝাবে করুণ সত্য?
সত্যকে নেয় না সহজ, অন্ধকারে মানুষের ব্রত।
অন্তরের কুঠরিতে থাকে রঙিন স্বপ্নের ছড়াছড়ি,
চলার পথে স্নেহ মায়ার জগৎসৃষ্টি এলো ছাড়ি।
সফলতার অন্তিম চূঁড়ায় উঠতে মানুষ ধ্যানে মগ্ন-
অর্থ যশের জয় পেতে আজ আসিন মৃত্যু লগ্ন।