ভালোবাসা! রয়েছে মহা সমুদ্রের জলরাশির মতো,
বিরহের পাহাড় ছুঁয়েছে মনের আঙ্গিনা, হৃদয় যে ব্যথিত।
আকাশ পানে চাইয়া দেখি উড়ে যায় কালো পাহাড়,
পুষিয়ে রাখা হাজার খানেক অভিমান, জমেছে তাহার।
নিভৃতে নিরালায় জ্বলছে প্রদীপ, নিভু নিভু চেহারায়,
আঁধারে লুকিয়েছে সে অভিমানের দুরূহ প্রহরায়।
স্মৃতির দেয়ালে আবছা আলো, পিছু নেয় বিষাদের ছায়া,
জিজ্ঞাসিনু মনে প্রশ্নের বাণ, অশ্রু সিক্ত তাহার চেহারা।
আলোবিহীন কেটেছে তাহার দিবস রজনী প্রহর,
হৃদয়ের চাপা আর্তনাদে প্রশ্ন, বাকি আছে হারাবার?
নয়নের কোণে অশ্রুধারা, কপোল বেয়ে ঝরে না অবিরত।
ভাঙ্গা হৃদয়ের চাপা আর্তনাদ, ভালোবাসা দিয়েছে যে ক্ষত।
পিছু নাহি ছাড়ে আজরাইলের ছায়া, প্রতিভার মুখ অমলিন,
দেখাবো কিভাবে বিষাদ হিয়া, মৃত্যু যে দরজায় আসীন।
ঠাই নাই, ঠাই নাই, মনের কুঠরিতে আর ঠাই নাই,
কত না যাতনায় ভাঙছে হৃদয়; পৃথিবীকে জানাই বিদায়।