শহরের দেওয়ালে দেয়ালে রঙিন পোস্টার ঝুলে,
ঝুলন্ত পোস্টারে হাজার যুবকের আর্তনাদ ভাসে,
শিকল পড়েছে পায়ে, হায়নারা তাদের পিছু চলে,
ওরা একা, অমানিশা হাওয়া তাদের নিঃস্ব করে।
মিছিলে শ্লোগানে, জীবন হলো উন্মাদ, ক্ষয়ে গেল প্রাণ,
স্বার্থের তরে ব্যবহৃত তোরা, কে দিবে সত্যের সন্ধান?
যুবকের বেসে সিরাজ মিশে গেছে, বিশ্ব জমিন উষর,
শাসকের বেশে উসমান নয়, জন্মায় ব্রুটাস, মীরজাফর।
নিঃশেষে যুবক আজ প্রজন্ম থেকে আদর্শ নতশির,
তুমি হও নজরুলের বাঁশির বাঁশরী, অধিকারে তিতুমীর।
দেখোনি? উমিচাঁদ দিলো বেঈমানির শিল্প প্রহর,
উত্তম নয়, বরেণ্য হও, রূপকে কালাপানি দ্বীপান্তর।