অতঃপর! রমণীর দুচোখে কৃষ্ণ সাগর ডুবেছে
সেনাদের ভুল! কৃষ্ণ কালো চুল, কে দিবে মাশুল?
রঙিন চেহারায় তার আকাশ মিশেছে যেন-
কৃষ্ণের অতল গহীনে। হয়েছে কি সহস্র ভুল?
জন্ম পরিচয় গোপনে, বেরিয়েছে শিবের ত্রিশুল।
বেয়োনেটের আঘাতে জীবন হয়েছে ছাড়কার
রমণীর বক্ষে বেয়োনেট আঘাত হেনেছে সহস্র,
কবে পাবো অত্যাচারের শিখল ভাঙ্গার ডাক?
আত্মার আয়োজনে প্রতিঘাতের বিভৎস হাহাকার।
আকাশের মুখে জমেছে শত কুয়াশার দল
বারুদের গন্ধে বাতাসে ভাসে জীবনের খবর,
কান্নায় মুছে যাওয়া রমণীর মায়াবি চোখের কাজল,
মানবিকতার প্রহসন ছেড়ে, এসেছে পাশবিকতার প্রহর।
কফিনে বন্দি আজ রমণীর সেই মায়ার সাগর,
কে দিবে মাশুল? বেজেছে পৃথিবীর অন্তিম সুর।