জমির উদ্দিন বলেছিলো সেই কবে-
ইংরেজ বিদায় হয়েছিলো, অশনি সংকেত পেয়ে,
তবে কেন আবার বিদ্রোহের বীজ বুনে?
তবে কি ইংরেজ শোষনের বংশ রয়ে গেছে?
না! তবে নতুন শোষকে উত্থান হলো-
মরছে বাঙালি, পুড়ছে আত্মা, চলছে কলহ।
আজ উৎপীরিতের বুকে জমা দেশদ্রোহ-
চলছে সংগ্রাম, জ্বলছে দেশ, মরছে নিরিহ ।
জমির উদ্দিনের মনেও বিদ্রোহের আগুন ছিলো-
তবে দেশদ্রোহের আখ্যা, সে দিতে পারেনি ব্যাখ্যা।
তারপর! তারপর আজ তার অর্ধশত হলো,
তাজা তাজা কত প্রাণ নিঃস্ব হলো-
জমির চেয়ে দেখে, আজ তার মেরুদন্ড বেকেছে,
চুল দাড়িতে পাক ধরে সাদা হয়ে গেছে।