সে যে বলেছিলো সেই কবে-
আনাহারির শানকি ভাতে ভরবে,
মাছ-মাংসের ঘ্রাণে আঙ্গিনা ভরে উঠবে!
কৃষক জমির উদ্দিন কি জানতো তবে-
যুদ্ধের পরও আবার যুদ্ধ করতে হবে?
সেজন্যই কি সে বিপ্লবের বীজ পুঁতেছিলো?
এই যুদ্ধ যে কোনো স্বাধীনতার নয়,
এই যুদ্ধ যে ব্যালট আর ভাতের জন্য হয়।
তবে কি আগের যুদ্ধে স্বাধীনতা হারায়?
এখন যে শিক্ষা চিকিৎসার যুদ্ধ হয়।
(সংক্ষিপ্ত)