একটি লাশের ময়না তদন্ত হবে,
তবে লাশটি জীবিত এখনো-
জীবন্ত দেহ লাশ হয় কিভাবে?
তবে কি জীবনী শক্তির হলো মৃত্যু!
লাশটি চিৎকার করে বলছে-
তদন্তের খাতিরে করোনা কাটাছিড়ে।
কে শুনে কার কথা মানুষ বড় বোকা,
স্বার্থের পেছনে ছুটে জীবন হলো একা।
লাশের মাথায় অসহ্য যন্ত্রণা,
বোকা প্রাণী তার চুল নিল তুলে।
লাশের গায়ে পাহাড় ছিলো পেরেক তুল্য,
বোকা প্রাণী তার পেরেক নিল কেটে।
লাশের গায়ে আজ ভুমির ধ্বস নামে,
সার্জন গেল মরে ভূমি ধ্বসের নিচে পড়ে।
লাশের গায়ে এখন অগ্নুৎপাত হয়ে-
লাভার নিচে পড়ে নগরী গেলো ক্ষয়ে।