যা ছিলো বাঙালির তাও হারিয়েছে
ফুলে ফুলে সুরভিত রেখা এঁকে দিয়েছে।
কি দিব তোমায়? রাখিয়াছি রক্তিম মালা
ভরিয়া দিয়েছো তুমি বাঙালির শূণ্য ডালা।
জোনাকী এসেছে, বিরহ বসেছে মনে ।
আলোতে আলোকিত করেছে মোর
নির্বাক মনের অগোচরে।
লেটো গানের পালা গেয়েছিলে -
এই রুক্ষ বাংলার বুকে,
ধর্ম, অধর্ম, শিখিয়েছো সাম্য, বিশ্বের বন্ধনে।
দিয়েছো চেতনা বিরহীদের কানে,
নারীরা সবে ছিলো বন্ধ গৃহে।
শরতের আঁধারে বাঁধা ভেঙ্গে _
তুমি বিদ্রোহী,
উড়িয়ে দাও যত আছে অন্যায় দুর্দিনের দূর্গশিরে।
চলে গেছো তুমি ? না, রয়েছো মনে,
বাঙালির বাংলায় রয়ে যাবে অমর স্মরণে।