ঐ কালো পাহাড়ের দিকে দেখো
শক্ত,আগাছায় আবদ্ধ সারা দেহ।
কত সুন্দর নীলাভ আকাশ
একরাশ কালো মেঘ এঁকেছে কলঙ্ক।
গাছ কে দেখো, পরোপকারেই তাঁর জন্ম
প্রয়োজনে আসে প্রিয়জন, বাঁধে ঘর
গড়ে পরিবার,জন্মায় নতুন প্রজন্ম,
এই আশার আলো নিভায় না মহীরুহ।
আর মানুষ? সে প্রাণিতো ধরিত্রী খ্যাত।
কতশত রংবেরং এর ভালোবাসা, আবেগের ছড়াছড়ি।
প্রয়োজনে কাছে আসে,প্রিয় মেনে নেয়,
বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধায় পর্দা টেনে দেয়।
মাছের কান্না কখনো দেখেছো?
দেখনি। সলিলে শৈবালের আস্তরন,
উপড়ে সবুজ ভিতরে যে চাকচিক্য পুষ্করিণ।
কি রেখেছো অন্তরে পোষে?
অভিযোগের ফর্দ নাকি পিশাচ্যের দাবানল?