এসে ছিলো বর্ষা ঘোরতর আর মন সে তো উচাটন,
আমি যেন দেখতে পেয়েছিলাম শরতের আজব নিমন্ত্রণ।
তুমি ভেসেছিলে হাওয়ার শরতের শুধু কাশফুলের মতো,
আর অভাগা সেতো শরতের রঙে বসন্তের মতো সাজবো।
কোনো এক অচিন দেশ হতে ভেসে আসে করুণ সুরের গান,
কি মায়ায় আটকে গেলো প্রেয়সীর প্রিয় প্রাণ।
এ কোনো মায়া নয়, হাতে পদ্ম, আর মনে বন্ধন এঁকে দিলে,
কি এমন হয়েছিলো? যেন বন্ধন হয়ে গেলো ঢিলে।
সে দাড়িয়ে আছে অভিরাম ভাবে পদ্ম হাতে নিয়ে,
শরতের আচমকা বাতাসে পদ্ম ফুলের পাপড়ি যেন না ঝরে।
তবুও ঝরে পড়ে পদ্মের পাপরি যেন অভিযোগের তরে,
তবে তাকে জাগিয়ে তুলতে হবে ভালোবাসার স্পর্শ দিয়ে।
অন্তরে যেন ব্যথার পাথর, যোজন যোজন দূরের সে পথ,
এই ভারি পাথর নিয়ে, পাড়ি দিবো কেমনে? নেইতো পুষ্পরথ।
দুচোখ খুলে দেখি হেলে পড়েছে আজই যেন সূর্যের অন্ত,
তবে কি তাই হবে? অন্ত, যেন ছিলো ম্লান বসন্ত।
আমার ব্যথা ব্যথিত হলো, নামলো কালো মেঘের দল,
তারা এসে বললো, সমুদ্র পাড়ি দিবো, সঙ্গি হবে ?
মনে মনে ভাবি সেতো এলো না তবে কি যাবো চলে ?
যাহোক, নিশান উড়বো, জয় হবে আমাদের, তবে চল !
আজ ভিজেছি মেঘের কোলে, অনেকটা পথ গেছি চলে,
যেখানে দড়িয়ে দিগন্ত যায় না দেখা, শুধুই মেঘের কান্না ।
তবু কেন উষর মরুভূমি বৃষ্টি তো দিয়েছে ভিজিয়ে,
সূর্য যদি আগলে দাড়ায় পথে, যাবার উপায় কি তবে ?
চন্দ্র, সূর্য ডুবে গেলো কালো মেঘের দলে,
খবর আসে হাওয়ায় ভেসে, পদ্ম যাচ্ছে ঝরে।
অবশেষে রাত্রি এলো, এখন ? জোনাকিরা দিচ্ছে আলো,
যাহোক এসেছি, তবে প্রবলভাবে হতাশ হলাম পদ্মাপাড়ে এসে ৷
ক্রন্দনরত আকাশকে এসে চাঁদ বলে চুপিসারে,
থামো এবার, চিন্তা নেই দিচ্ছি আমি আলোর পাহাড় ।
জোনাক থাকার পরও আঁধার নেমে যায়,
বাতাস এসে বলে গেল, জীবনটাকে আস্ত গিলে খায় ।
একাকী ব্যাকুল কিশোর আলোকে দিচ্ছে তাড়া,
এমন সময় আকাশ জুড়ে আলো ফোটায় তারা।
আকাশ তবে বুঝিয়ে দিলো সেও একা নয়,
কিসের আশায়, কিসের ফলে কিশোর দিশেহারা হয় ?
তারার আলোয় ধীরে ধীরে পৌঁছে গেলাম জীবন তীরে,
তবে, কিসের আশায় বুক বেঁধেছি অচিনপুরে এসে ?
পদ্ম ফুলেও পাপরি ছিলো, আমি আসার পরে,
দেরি হবার অভিমানে সেও গেলো ঝরে।
আবার তবে বাতাস এসে বলে গেলো চুপিসারে
হৃদয় থেকে উদয় হওয়া কান্না থামাতে হবে।
উনিশ বছর পার হলো যে, সফলতার খোঁজে,
সামনে বছর সুযোগ পাবি, ভুল করিস না তবে ।
ধরিত্রী কি আমার খোঁজে দিবে তবে সাড়া ?
আমার শোকে চিত্তপ্রসাদ ছাড় পাবে না তারা ।
সুখে দুঃখের জীবন নিয়ে থাকতে হবে সবার,
আবার যেনো এমন উদয় দেখতে না হয় তাহার ।
দিন, সপ্তাহ, মাস, বর্ষা, যুগ কাটিয়ে দিবো,
সময় আসলে সবার চোখে আবার উদয় হবো।
পদ্ম কন্যা, আর কিছু না, আবার তবে ফোটো,
ফোটার পরই সবাই তবে আলহামদুলিল্লাহ বলো।