আকাশে সুনিপুণ আলপনা এঁকেছে
     সূর্যকে বানিয়েছে টিপ।
রাতের আকাশে জ্যোৎস্না খেলা করে
     তারা জ্বলে মিট মিট।

                কে তুমি?
      আসমানী ? তোমায় তো ডাকিনি ।
অসময়ে দাড়াও দ্বারে, তোমাকে আমি চিনি।
           হে বীনাবাদিনী,
চাঁদের আলোয় চিত্তপদ্ধে বসেছো একাকিনী ।


শোনো কি প্রভাতে, কিংবা দ্বিপ্রহরে, কল্পনায় আলিঙ্গন,
অথবা নিশীতে মেঘ-প্রেয়সীর ঠোটে, এঁকেছি কত চুম্বন ।
উনুন থেকে তুলে রাখা কয়লাকে বানিয়েছি চক,
মনের দেয়ালে টানিয়েছি এঁকে কাজল কালো চোখ।