মানবতার চোখ আজ অন্ধ,
কারন,তার চোখে বাঁধা কালো বস্ত্র।
মানবতা হয়েছে আজ অসার অচল,
তার হাত পা বাঁধা, নেই কোনো লোক-বল।
মানবতা হয়ে গেছে মৃত প্রায়,
কারন,মনুষ্যের মনে আত্মার আত্মীয়তা নাই।
আমি সেই অবহেলিত মানব জাতি
যেখানে নেই কোনো আত্মার বন্ধন,
আছে শুধু রক্তচোষা প্রাণী।
কোথায় মানবতা, কোথায় মনুষ্যত্ব,
দেয়ালের ফাঁকে কত নারীর অসহায় কণ্ঠ।
আমি হতে চাই না সেই শিক্ষায় শিক্ষিত
যে শিক্ষায় ভূলুণ্ঠিত হবে মনুষ্যত্ব।
আমি হতে চাই না সেই মসলিনের শিল্পী
স্বার্থ ফুরিয়ে গেলে কেটে দিবে বৃদ্ধাঙ্গুলি।
আমি গড়তে চাই না পাথর কেটে
সেই আধুনিক মহা-সভ্যতা,
কারন,পাথরের ফাঁকে ঘটে মহা-অমানবিকতা।
তুমি চেয়ে দেখ ঐ কৃষক-কৃষাণীর দিকে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের ঘাম ঝরে।
মানবতা, তবুও দেখো না তুমি
কারন,তুমি বৃদ্ধ,
চোখের কপাট বন্ধ করে,
গুনিতেছো তোমার আয়ু।