পেটের ক্ষিধের নাম হবে হয়তো সর্বগ্রাসী প্রেয়সী-
কত মানবের গায়ের কাপড় ভিজেছে নোনা জলে,
শত হাতুরির শব্দে সহস্র মস্তিষ্ক হলো যে বিকল
ঝড়, ঝড়, সামুদ্রিক ঝড় উঠে মানুষের মনে !
তবুও মন্দ পাপ আর পূণ্য জ্বলুক উনুনে উনুনে।
চোখের জল আর গায়ের ঘাম মিশে গেছে সাগরে,
সাগরের জলেই তবে দুমুঠো দানা ফুটুক উনুনে-
কপালের লিখা যে উঠে গেছে গামছার প্রতি ঘর্ষণে।
বাহারি রচনা নেই তবুও উপলক্ষ্য যেন অবুঝ,
হলাহল বিষ আর পান্তাভাতে হোক মহা ভূরিভোজ।