ডুবেছে প্রহর প্রহেলিকার মাঝে
সেজেছে আকাশ প্রকৃতির সাজে
মনে অন্তিম শিহরণ লাগে,
সাঁঝ বাতি হয়ে জ্বলেছে আনন্দ তাঁরা
রাগিছে গগন,করিছে প্রলয়ঙ্কার
জ্বলিছে ঝলসানো চন্দ্রিমা তাঁরা।
হাজারো যুগের সুপ্ত বাসনা
মিটেছে তৃষ্ণা, শরতের উষ্ণ আভাসে
যেন অন্তিম সূর্য আকাশে ভাসে।
আকাশ যেন নেমেছে মাঠে
তুলোর মতো মেঘেরা দুলছে
না,ওরা মেঘ নয়, ওরা কাশফুল।
এভাবে সেজেছো কেন? যেন রক্তবরন
আমিতো সাজি নি, সাজিয়েছে গগন,
গোধূলির আলো পড়েছে সারা দেহে
তাইতো, দেহে নব যৌবনের শিহরণ।
স্তব্ধ কেন? যেন নির্বাক অচেতন
না, স্তব্ধ নই, ভাবছি সারাক্ষণ,
শীতের মৃদু বাতাসে,শিশিরের স্পর্শে
ঝরে যাবে প্রৌঢ়তা,জাগিবে নতুনের উত্থান।